ঢাকাশুক্রবার, ২৫ এপ্রিল ২০২৫, ১২ বৈশাখ ১৪৩২

মঙ্গলবারের গুরুত্বপূর্ণ সংবাদ

আরটিভি অনলাইন ডেস্ক

মঙ্গলবার, ০৪ জুলাই ২০১৭ , ১০:৩৩ পিএম


loading/img

  • বিশ্বমানের শিক্ষা নিশ্চিত করতে সময়োপযোগী পরিবর্তন আনতে হবে বিশ্ববিদ্যালয়ের কারিকুলামে । মঙ্গলবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিশেষ সমাবর্তনে সভাপতির বক্তব্যে একথা বললেন বিশ্ববিদ্যালয়টির আচার্য  ও রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।
     
  • কিছুদিন আগেও হাওর এলাকায় আকস্মিক বন্যা হয়েছিল। বর্তমানে সিলেট এলাকায় যে বন্যা দেখা দিয়েছে তা দেশের দক্ষিণাঞ্চলেও বিস্তৃত হতে পারে। ভয়ের কিছু নেই, বন্যা পরিস্থিতি মোকাবেলায় সরকারের সব প্রস্তুতি রয়েছে। বললেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
     
  • সংসদে সরকারের সব কাজের সমর্থন করে যেতাম বলে মানুষ আমাদেরকে গৃহপালিত বিরোধী দল বলত। কিন্তু ইসলামী মহা ঐক্যজোট গঠনের পর আমরা ঘুরে দাঁড়িয়েছি। জনগণ আমাদের নিয়ে নতুনভাবে চিন্তা করছে। এখন আর আমরা গৃহপালিত বিরোধী দল নই।বললেন জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ।
     
  • শহর থেকে গ্রাম সর্বত্রই আওয়ামী সন্ত্রাসীদের ভয়ে দেশবাসী এক ভীতিকর অবস্থার মধ্যে বসবাস করছে। বললেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
     
  • কবি ও প্রাবন্ধিক ফরহাদ মজহারকে নিজ জিম্মায় মুক্তি দেয়ার পর তাকে রাজধানীর ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালে ভর্তি করা হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় তিনি হাসপাতালে ভর্তি হন বলে হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে।
     
  • গাজীপুরের কাশিমপুরের নয়াপাড়ায় মাল্টিফ্যাবস নামের পোশাক কারখানায় বয়লার বিস্ফোরণের ঘটনায় নিহত প্রত্যেকের পরিবার আট লাখ টাকা করে অনুদান পাবে।
     
  • এবারের ঈদযাত্রায় সারাদেশে বিভিন্ন দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন ৩১১ জন। এরমধ্যে শুধু সড়ক-মহাসড়কেই প্রাণ গেছে ২৭৪ জনের। আহত হয়েছেন ৮৪৮ জন।
     
  • শরীয়তপুরে বিদ্যুৎস্পৃষ্টে দুই হাত হারানো সিয়াম খানকে ৫০ লাখ টাকা ক্ষতিপূরণ দিতে পল্লী বিদ্যুতায়ন বোর্ডকে নির্দেশ দিয়েছেন আদালত।
     
  • ভ্রাম্যমাণ আদালতের কার্যক্রম আরো দুই সপ্তাহ চলতে পারবে। নির্বাহী ম্যাজিস্ট্রেট দিয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা বিষয়ে হাইকোর্টের দেয়া রায় আরো দুই সপ্তাহের জন্য স্থগিত করেছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ।
     
  • ম্যান্ডি মিনেলার কাছে হেরে গেলেন সেরেনা উইলিয়ামস! অনাগত সন্তানের সুস্থতার কথা ভেবে টেনিসের সবচে’ মর্যাদাকর গ্র্যান্ডস্ল্যাম উইম্বলডন বয়কট করেছেন সেরেনা। তবে পাঁচ মাসের অন্তঃসত্ত্বা হওয়া সত্ত্বেও এ টুর্নামেন্টে একক ও দ্বৈতে লড়ছেন ম্যান্ডি।

এমকে    

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |